top of page
shafin.JPG

Shafinur Shafin, Lead Editor (Bangla)

স্বয়ং এর হয়ে উঠা/ শাফিনূর শাফিন 

 

২০২০ সালের লকডাউনের মাঝামাঝি কোন একদিন কবি ফয়সাল আদনান নক দিয়ে বললেন, "শাফিন, কয়েকজন ইয়াং ছেলেমেয়ে স্বয়ং নামে একটা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছে সোশ্যাল জাস্টিস, ফেমিনিজম ইত্যাদি নিয়ে। আপনার যদি আপত্তি না থাকে আইনান আপনার সাথে কথা বলতে চায় এই নিয়ে।" আমি সায় দিলাম। আইনান পরে যোগাযোগ করে বললো, কয়েকজনের সেক্সুয়াল হ্যারাসমেন্টের গল্প ইংরেজি থেকে বাংলা অনুবাদ করে দিতে হবে। আরও অনেকেই অনুবাদে কাজ করছে। আমিও যুক্ত হলে আইনানের ভালো লাগবে। 

অনুবাদ এবং ফেমিনিস্ট এক্টিভিজমের প্রতি আমার ঝোঁক যেহেতু আছে, আইনানকে "না" বলার প্রশ্নই উঠেনি। এভাবেই আমার স্বয়ংএর সাথে সংযুক্ত হওয়া। আইনানের মাধ্যমে স্বাতিলের সাথে পরিচয়। স্বাতিল এবং ওর বোন মিতুল স্বয়ং -এর মূল কারিগর। ওদের সাথে কথা বলে, কাজ করতে গিয়ে দেখলাম একেকজনের সাথে ঘটে যাওয়া সেক্সুয়াল এবিউজ আর হ্যারাসমেন্টের গল্প অনুবাদ করতে গিয়ে বুঝলাম এই গল্পগুলো বেশি মানুষের কাছে পৌঁছানো দরকার। কেউ কেউ তাদের জীবনের গল্প ইংরেজিতে লিখেছে, সেসব বাংলা অনুবাদ করে দিয়েছি কিংবা কারো অনুবাদ এডিট করতে হয়েছে। শুধু কাজের কথা বলতে গেলে আমার কাজ এইটুকুই ছিল। কিন্তু কাজের পরিধির ঊর্ধ্বে গিয়েও আমার মনে হয়েছে, কোন না কোনভাবে এই গল্পগুলোর সাথে কাজ করে আমি মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে ভূমিকা পালন করেছি। এবং এখানে আমার বা আমাদের ইন্ডিভিজ্যুয়াল পরিচয়ের চাইতেও কালেক্টিভ পরিচয়ে স্বয়ং হয়ে কাজ করে কিছুটা হলেও কারো না কারো চিন্তাভাবনা পরিবর্তনে অবদান নিশ্চয়ই রেখেছি। আর এই ভাবনাটাই আমাকে স্বস্তি দেয় একার পক্ষে যা করা সম্ভব না, যৌথভাবে তা করে স্বয়ং এর হয়ে তা করতে পারছি। স্বয়ং এর হয়ে কাজ করতে পেরে এইজন্য আনন্দিত এবং খুশি আমি।

Lead editor english
bottom of page